করোনায় ১৬৯৪ চিকিৎসকসহ মোট ৪৯৫৭ স্বাস্থ্যকর্মী আক্রান্ত

  05-07-2020 02:46PM

পিএনএস ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। রাজধানীসহ সারাদেশে এ পর্যন্ত চার হাজার ৯৫৭ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এক হাজার ১৬৯৪ জন চিকিৎসক আক্রান্ত ও ৬১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, করোনাভাইরাসে এখন পর্যন্ত এক হাজার ৬৯৪ জন চিকিৎসক, এক হাজার ৩৪৪ জন নার্স এবং হাজার ৯১৯ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। সংক্রমিত হওয়া চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে অনেকে সুস্থ হয়ে আবার কাজেও ফিরেছেন।

বিএমএ নেতারা বলেন, করোনায় যারা মারা গেছেন তাদের জন্য কান্না নয়, বরং তাদের বীরত্বগাঁথা ও সাহসী আত্মোৎসর্গ আমাদেরকে গৌরবান্বিত করেছে এবং আগামীর দুর্গম যাত্রায় আমাদেরকে আলোর পথ দেখিয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত যে ৬১ জন চিকিৎসক মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন বিএমএম সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন