সৈয়দ আশরাফের কবর সংরক্ষণের নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

  08-07-2020 06:07PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কবর স্থায়ীভাবে পাকাকরণ এবং সংরক্ষণের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

বুধবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব নাজনীন ওয়ারেস স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে জানানো হয়, বনানী কবরস্থানে সমাহিত সাবেক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কবর পাকা করে স্থায়ীভাবে সংরক্ষণ করা জরুরি, এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, গতবছরের ৩ জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফে মৃত্যু হয়। পরে ৬ জানুয়ারি তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন