‘এই পাপীদের দায় রাজনৈতিক ও প্রশাসনিক শক্তিকে নিতে হবে’

  12-07-2020 09:05PM

পিএনএস ডেস্ক : কে বাইজি কে ডাক্তার, কে বেশ্যা মক্ষীরাণী না কে রাজনৈতিক নেত্রী? কে চোর বাটপার প্রতারক নাকি ব্যবসায়ী? কে সতী কে পাপের সম্পদের লোভী, কে আদর্শিক সমাজের নাগরিক কে যৌন বিকৃত সমাজের ব্যক্তিত্বহীন, রুচিহীন সদস্য? কে টিভির অ্যাংকর কে অসৎ-নষ্ট? কে দুর্নীতিবাজ সাংবাদিক কে সৎ কমিটেড? কে সুশীল কে চিটার? কে সৎ পাবলিক সার্ভেন্ট কে দুর্নীতিবাজ সিন্ডিকেট সদস্য? কে ডিসি কে নির্দয় দাম্ভিক ক্ষমতার অপব্যবহারকারী? কে রাজনৈতিক কর্মী, কে তদবিরবাজ বা বেশ্যার দালাল? কে সরবরাহকারী কে ভোগকারী? কে শিল্পী কে রক্ষিতা, কে মডেল অভিনেত্রী কে দেহপসারিনী? কে ব্যবসায়ী কে ব্যাংক ডাকাত অর্থপাচারকারী? কে প্রেমিক-প্রেমিকা কে লোভী নির্দয় প্রতারক বিশ্বাসঘাতক?

নষ্ট সমাজকে কতিপয়ে চরিত্রহীন চরম লোভী ও ক্ষমতার অপব্যবহারকারীরা এমন করেছে যে আজ চেনা বড় দায়!

এ সমাজে বিচরণ করতে বড় ভয়! এ সমাজ মেনে নেয়ার নয়! এ দায় বিভিন্ন পেশার ক্ষমতাবান বা দায়িত্বশীলরা এড়াতে পারে না। এই পাপীদের দায় রাজনৈতিক ও প্রশাসনিক শক্তিকে নিতেই হবে। বের করতে হবে ওদের গডমাদার গডফাদারদের।
লেখক : নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন