করোনায় চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনার মিজানুরের মৃত্যু

  13-07-2020 10:58AM

পিএনএস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমান মারা গেছেন।

সোমবার ভোরে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সিএমপির জনসংযোগ কর্মকর্তা মির্জা সায়েম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এতে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর ২৮ জুন রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে মিজানুর রহমানকে পঠিয়ে দেয়া হয়। তার স্ত্রী ও সন্তানও করোনায় আক্রান্ত।

জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকে নগরবাসীকে সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ ছিলেন পুলিশের এ কর্মকর্তা। চট্টগ্রামের আগে তিনি ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, ২২তম বিসিএসের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগ দেয়া মিজানুর রহমানই প্রথম এসপি পদমর্যাদার কর্মকর্তা, যিনি করোনাভাইরাসে মারা গেলেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন