করোনায় প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. এমদাদুল হকের মৃত্যু

  14-07-2020 05:10PM

পিএনএস ডেস্ক : প্রাণিসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. এমদাদুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মৃত্যুকালে ডা. এমদাদুল হকের বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ১৯৬৩ সালে সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ।

শোক বার্তায় মন্ত্রী বলেন, ‘ডা. এমদাদুল হক একজন সৎ, বিনয়ী ও দক্ষ কর্মকর্তা হিসাবে পরিচিত ছিলেন। করোনা সংকটেও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন তিনি। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে’।

শোকবার্তায় সচিব বলেন, ‘প্রাণিসম্পদখাতে নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালনকারী ডা. এমদাদুল হকের মৃত্যু অপূরণীয় ক্ষতি’।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন