নিউইয়র্কে খুন পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম

  15-07-2020 11:55AM


পিএনএস ডেস্ক: রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর ম্যানহাটানে খুন হয়েছেন। পুলিশ একটি ফ্ল্যাট থেকে তার খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার বিকেলে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

খবরে প্রকাশ, বিকেল সাড়ে তিনটার দিকে ফাহিমের এক আত্মীয়ের খবরে হাউস্টন স্ট্রিটের ওই বাসাটিতে পৌঁছায় পুলিশ।

পুলিশ তার হাত ও পাগুলো হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পায়। এবং শরীরের বিভিন্ন অংশ প্লাস্টিক ব্যাগে রাখা হয়েছিল।

ভবনটি থেকে সংগ্রহ করা একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন খুনী একটি ব্যাগ নিয়ে সালেহর সাথেই ইলেভেটরে উঠার জন্য অপেক্ষা করছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, ফাহিমের হত্যাকারী একজন পেশাদার খুনী।

বাংলাদেশী ফাহিম সালেহ ২০১৫ সালে পাঠাও প্রতিষ্ঠা করেন। সেই সাথে নাইজেরিয়া আর কলম্বিয়ায়ও এমন আরো দুটি রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানির মালিক।

ফাহিম সালেহ গত বছর ম্যানহাটনের ডাউনটাউনে অ্যাপার্টমেন্ট কিনেন। ১৯৮৬ সালে জন্ম ফাহিমের। তার বাবা সালেহ উদ্দিন বড় হয়েছেন চট্টগ্রামে আর মা নোয়াখালীর মানুষ। ফাহিম পড়াশোনা করেছেন ইনফরমেশন সিস্টেম নিয়ে আমেরিকার বেন্টলি বিশ্ববিদ্যালয়ে। থাকতেন নিউইয়র্কের ম্যানহাটনে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন