ঈদের ছুটিতে রাজধানী ঢাকা এখন ফাঁকা

  01-08-2020 04:30PM

পিএনএস ডেস্ক : ঈদের ছুটিতে রাজধানী ঢাকা এখন ফাঁকা। প্রাণঘাতী করোনার সংক্রমণের ঝুঁকি থাকার পরও স্বজনদের সঙ্গে ঈদ পালন করতে গ্রামের বাড়ি চলে গেছেন এ শহরের লাখো বাসিন্দা।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অন্যান্য বছরের তুলনায় রাস্তায় মানুষের উপস্থিতি অনেক কম। খুব বেশি প্রয়োজন ছাড়া রাস্তাঘাটে কেউ বের হচ্ছেন না। মূলত করোনার সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে বাসাতেই অবস্থান করছেন সকলে। সামান্য কিছু গণপরিবহন চললেও সেগুলোতেও যাত্রীসংখ্যা ছিল গত কয়েকদিনের তুলনায় অনেক কম।

রাস্তার মোড়ে মোড়ে রিকশা নিয়ে রিকশাচালকদের অপেক্ষা করতে দেখা যায়। সকাল সকাল যাদের পশু জবাই ও অন্যান্য কাজ শেষ হয়ে গেছে তারা মাংস নিয়ে স্বজনদের বাড়ি বাড়ি ছুটে গিয়েছেন।

কেউ কেউ অবশ্য ছোট্ট শিশুদের নিয়ে মোটরসাইকেল ও রিকশায় ঘুরতে বের হন। কিছু তরুণকে ফাঁকা রাস্তায় দ্রুত বেগে মোটরসাইকেল চালাতেও দেখা যায়। তবে রাস্তাঘাটে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে ব্যস্ত থাকতে দেখা যায়নি।

অন্যান্য বছর নগরীর প্রধান প্রধান সড়কসহ যত্রতত্র পশু কোরবানি করা হলেও এবার তা দেখা যায়নি। সকলে স্বাস্থ্যবিধি মেনে নিজ বাড়ির আঙিনাতে পশু জবাই করেছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন