খুব শিগগির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন: তাজুল

  12-08-2020 10:30PM

পিএনএস ডেস্ক : খুব শিগগিরই দেশে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সরকার বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) অধীন কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে শেষ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ দিয়ে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম সভাপতিত্ব করেন।

ঢাকাসহ সব সিটি করপোরেশন এবং ছোট-বড় শহর ও গ্রাম পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘যেখানে-সেখানে ময়লা না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলার পর তা সংগ্রহ করে প্লান্টের মাধ্যমে বার্ন করে বিদ্যুত উৎপাদন করা হবে।’

উন্নত বিশ্বে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুত উৎপাদন হচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ‘দেশেও সব ধরনের বর্জ্য বার্ন করে বিদ্যুৎ উৎপাদন করার জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে।’

শহর ও গ্রামাঞ্চলে পশু-পাখির মৃতদেহসহ ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘মৃত পশু-পাখির দেহের অংশ ছড়িয়ে ও ছিটিয়ে থাকায় একদিকে যেমন এগুলো পচে বিভিন্ন রোগ-জীবাণু সৃষ্টি হয় অন্যদিকে মাটি, পানি ও বায়ু দূষণসহ সার্বিকভাবে পরিবেশ দূষিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য ক্তিষকর। এ জন্য সচেতন নাগরিক হয়ে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে পরিচ্ছন্ন নগরী তথা দেশ গড়তে হবে।’

তিনি বলেন, পরিচ্ছন্নকর্মীদেরও উন্নত জীবন যাপনের স্বপ্ন দেখা এবং স্বপ্নপূরণের অধিকার আছে। পবিত্র ঈদুল আজহায় কোরবানি পশুর বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করায় পরিচ্ছন্নকর্মীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ এবং খাবারের আয়োজন করায় ডিএনসিসির মেয়রকে ধন্যবাদ- এটি খুবই ভালো এবং প্রশংসনীয় উদ্যোগ।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন