কোয়ারেন্টিনে নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. দীন মোহাম্মদ

  18-09-2020 04:33AM

পিএনএস ডেস্ক : রাজধানীর নিউরো সায়েন্সেস হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রখ্যাত নিউরোমেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা।

গত ১৩ সেপ্টেম্বর ডা. দীন মোহাম্মদের প্রথম করোনার নমুনা পরীক্ষা করা হয়। তখন তার রিপোর্ট করোনাভাইরাস পজিটিভ আসে। এর একদিন পর গত ১৫ সেপ্টেম্বর আবারও তার নমুনা পরীক্ষা করা হয় এবং রিপোর্ট নেগেটিভ আসে। প্রথমবার পজিটিভ এবং দ্বিতীয়বার নেগেটিভ রির্পোট আসায় চিকিৎসক হিসেবে পজিটিভ ধরে নিজ বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন তিনি।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম জানান, ডা. দীন মোহাম্মদ শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। তার করোনা সংক্রান্ত কোনো লক্ষণ নেই। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন