৯ কেজি সোনার বার উদ্ধার করেছে এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ

  01-10-2020 01:07PM

পিএনএস ডেস্ক:চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ কেজি ৫৯ গ্রাম সোনার বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে এসব সোনার বার উদ্ধার করে জাতীয় নিরাপত্তা গোয়ন্দা (এনএসআই) ও কাস্টমস। একটি প্লাস্টিকের বডিশিল্ডে লুকানো অবস্থায় ৮২টি সোনার বার উদ্ধার করা হয়।

বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। যাত্রীর বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সুত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি -১৪৮ ফ্লাইটের এক যাত্রীকে আটক করে তল্লাশি করে এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ। কক্সবাজারের চকরিয়ার অধিবাসী মোহাম্মদ এনামুল হকের (পাসপোর্ট: বিপি ০৭৮৬৭৮১) শরীরে তল্লাশি চালানো হয়। এসময় প্লাস্টিকের মোড়কে মোড়ানো বডিশিল্ড থেকে ৮২ টি সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন