দাফনের আগে নড়ে উঠল মৃত ঘোষিত নবজাতক

  16-10-2020 03:05PM

পিএনএস ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানিয়ে দেন নবজাতক মৃত। পরে তাকে দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হলে সেখানে নড়েচড়ে ওঠে নবজাতক। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামের গৃহবধূ শাহিনুরকে তার স্বামী ইয়াসিন মোল্লা গত তিনদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে শাহিনুর শুক্রবার ভোরের দিকে স্বাভাবিকভাবে একটি কন্যাসন্তানের জন্ম দেন।

ইয়াসিন মোল্লা বলেন, ঢামেক হাসপাতালে সন্তান জন্মের পরপরই সেখানের লোকজন হ্যান্ডগ্লাভস রাখার একটি খালি বড় প্যাকেটে ভরে নবজাতককে মৃত বলে আমাকে দেন। সেই প্যাকেটটি নিয়েই আমি কবরস্থানে গিয়েছিলাম। সেখানে নড়ে ওঠে আমার নবজাতক সন্তান। পরে সেখান থেকে তিনি নবজাতকে দ্রুত ঢামেক নিয়ে আসি।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, নবজাতকটি জীবিত আছে। সে ভালো আছে ও তার চিকিৎসা চলছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন