মোংলা বন্দরে নৌযান শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত, সমঝোতার উদ্যোগ নেই

  22-10-2020 11:56AM

পিএনএস ডেস্ক: বৃহস্পতিবারও মোংলা বন্দরে নৌযান শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। ১১ দফা দাবীতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা এ কর্মবিরতির ফলে মূলত অচল হয়ে পড়েছে মোংলা বন্দর।

বন্দরের আউটারবার ও পশুর চ্যানেলে অবস্থানরত সকল বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহণ কাজ সম্পূর্ণ বন্ধ থাকায় এতে বড় ধরণের আর্থিক ক্ষতিতে পড়েছে বিদেশী জাহাজ মালিকসহ বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম জানিয়েছেন, দাবি আদায়ের লক্ষে তাদের কর্মবিরতি পালন অব্যাহত রয়েছে। তবে এখনও পর্যন্ত সরকার কিংবা মালিক পক্ষ থেকে তারা কোন প্রস্তাব বা সাড়া পাননি। তবে দাবির বিষয় নিয়ে বসাবসির একটা কথা চলছেও বলেও জানান তিনি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন