আলুর বাজারে র‍্যাবের অভিযান

  31-10-2020 04:50PM

পিএনএস ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের পাইকারি আলুর বাজারে অভিযান চালিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় বাড়তি দামে আলু বিক্রি করায় সাত আড়তদারকে মোট ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার বেলা ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত এই অভিযান চলে। র‌্যাব-৩ ও কৃষি বিপণন অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স তানহা এন্টারপ্রাইজ, মায়ের দোয়া বাণিজ্যালয়, মুন্সিগঞ্জ বাণিজ্যালয়, মেসার্স আল্লার দান ভান্ডার, মেসার্স মানিক এন্টারপ্রাইজ, নিউ বিক্রমপুর বাণিজ্যালয় এবং মেসার্স নিউ শাহ আলম।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, ‘২২ অক্টোবর সব পক্ষের সঙ্গে সভা করে সরকার কোল্ড স্টোরেজ থেকে আলু বিক্রির ক্ষেত্রে ২৮ টাকা কেজি এবং পাইকারি বিক্রির ক্ষেত্রে ৩০ টাকা কেজি নির্ধারণ করে দেয়। কিন্তু তা না মেনে এই প্রতিষ্ঠানগুলো ৪০ থকে ৪২ টাকা কেজি দরে আলু বিক্রি করছিল। এ জন্য তাদের জরিমানা করা হয়েছে।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন