পরিত্যক্ত হলো ভবনটি

  18-03-2016 08:47PM


পিএনএস : রাজধানীর বনানীতে গ্যাসলাইন বিস্ফোরণে আগুনের ঘটনায় বহুতল ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকালে রাজউক ও বুয়েটের প্রতিনিধি দল ভবনটি পরিদর্শন শেষে তা পরিত্যক্ত ঘোষণা করে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বনানীর ২৩ নম্বর রোডের ৯ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ জন আহত হন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে।

এদিকে ভবনের বাসিন্দাদের অভিযোগ ও মামলা করার হুমকির মুখে তিতাস কর্তৃপক্ষ বিষয়টি তদন্তে নেমেছেন বলে এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানিয়েছেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন