বিএনপির কাউন্সিল ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার

  19-03-2016 10:53AM


পিএনএস: বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কাউন্সিলকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পুলিশ।

শনিবার কাউন্সিল অনুষ্ঠানের জন্য ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ ব্যবহারেরও অনুমতি পেয়েছে দলটি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় পুলিশ ও গোয়েন্দাদের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে পুলিশ।

সকালে সরেজমিনে দেখা গেছে, শাহবাগ, রমনা, মৎস্য ভবন ও হাইকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাস্তার প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে। এছাড়া, র‌্যাবের পেট্রোল টিম ওই এলাকায় টহল দিতে দেখা গেছে।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি, মিডিয়া) মো. মারুফ হোসেন সরদার বলেন, বিএনপির কাউন্সিলকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন