তাবিথের পক্ষে ঢাকায় মাঠে নামছেন খালেদা জিয়া

  11-01-2018 04:46PM

পিএনএস ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনের ভোট প্রচারে নামছেন। তাবিথ আউয়ালের পক্ষে খুব শিগগিরি তিনি ভোটারদের দুয়ারে দুয়ারে যাবেন। চাইবেন ধানের শীষের পক্ষে ভোট। দলীয় প্রতীকে ঢাকা উত্তর সিটি কর্পেোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিলও ঘোষণা করেছেন।

জানা গেছে, বিএনপি ঢাকা উত্তরে আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালকে মেয়র পদে মনোনয়ন দিচ্ছে। এটা প্রায় চূড়ান্ত। আগামী শনিবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। ওই বৈঠকে আলোচনা করেই দলের প্রার্থী ঘোষণা করবেন। চূড়ান্ত ঘোষণার পরপরই তাবিথ আউয়াল পূর্ণ উদ্যামে ভোটের প্রচারে নামবেন।

এদিকে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশন নির্বাচনকে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের বড় সুযোগ হিসেবে বিবেচনা করে ভোটের ময়দানে সর্বশক্তি নিয়োগ করছে বিএনপি। দলটি মনে করে, জাতীয় নির্বাচনের পূর্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জিততে পারলে এর প্রভাব জাতীয় নির্বাচনের ওপর পড়বে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তাই পরিস্থিতি বিবেচনায় নিয়েই ঢাকা উত্তরে সর্বশক্তি নিয়োগ করবেন। নির্বাচনের শুরু থেকেই তিনি ভোট প্রচারে নামবেন। ২০১৫ সালের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট প্রচারে নেমে খালেদা জিয়া সরকারি দলের বাধার মুখে পড়েছিলেন। কাওরানবাজার, উত্তরাসহ বিভিন্নস্থানে হামলার শিকার হয়েছিলেন।

তবে এবার পরিস্থিতি সর্ম্পূণ ভিন্ন বলেই মনে করে বিএনপি। দলটির নেতাদের মতে, এইবার পরিস্থিতি সর্ম্পূণ পাল্টে গেছে। জাতীয় নির্বাচনের আগে ঢাকা উত্তরের নির্বাচনে ক্ষমতাসীনরা ঘায়ের জোর দেখাতে চাইবেন না। তাছাড়াও নানা কারণে সরকারের ওপর মানুষ ক্ষুদ্ধ। সরকার বিরোধী সেন্টিমেন্ট কাজে লাগাতে শতভাগ নিশ্চিত ঢাকা উত্তরে জিতবে বিএনপি। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও সরকার বিরোধী সেন্টিমেন্টকে পুরোপুরি কাজে লাগতে চান।

পিএনএস : জে এ মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন