ঢাকা উত্তরে জোটের মেয়র প্রার্থী ঘোষণা আজ, বিএনপি-জামায়াতের দর কষাকষি!

  13-01-2018 12:54PM


পিএনএস ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী ঘোষণা করা হবে আজ শনিবার। জোটসঙ্গী জামায়াত আগে প্রার্থী থোষণা করায় বিএনপির সাথে শুরু হয় দর কষাকষি।

এ নিয়ে কয়েকদিন আগে জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর শনিবার রাতে দলের নীতি-নির্ধারক ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তিনি।

বিএনপি সূত্রে জানা গেছে, এ বৈঠকের প্রধান এজেন্ডা থাকবে ঢাকা উত্তরে মেয়র প্রার্থী মনোনয়ন চুড়ান্ত করা। জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী বিএনপির সাথে আলোচনা ছাড়াই আগে প্রার্থী ঘোষণায় কিছুটা অবাক হয়েছে ২০ দলের শীর্ষ নেতারা। তবে এটিকে জামায়াতের দর কষাকষির কৌশল হিসেবে দেখছেন তারা।

অপর দিকে জামায়াত সূত্রে জানা গেছে, এর আগে জামায়াতের আলোচনা ছাড়া একক সিদ্ধান্তে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। তাই দলটিও বিএনপির সাথে এ নিয়ে আলোচনা করেনি। তাই দর কষাকষি শুরু হয়েছে। এখন প্রার্থী ঘোষণার ক্ষেত্রে বিএনপি কি সিদ্ধান্ত নেয় তার ওপর অনেক কিছু নির্ভর করছে।

তবে দলীয়ভাবে জামায়াত মনে করে, জোটের বাইরে গিয়ে হলেও ঢাকায় দলের অবস্থান পরীক্ষা করে দেখা প্রয়োজন। এর পেছনে কারণ হচ্ছে জামায়াতের নিজস্ব ভোট ব্যাংক এবং সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি বোঝা। তাই ডিএনসিসি উপ-নির্বাচনে তফসিল ঘোষণার আগেই প্রার্থীর নাম ঘোষণা করে জামায়াত। এমনকি জামায়াতের প্রার্থী হিসাবে একজন ইতিমধ্যে মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন।

গত মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, আগামী শনিবার দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় আমাদের প্রার্থী চূড়ান্ত করা হবে। জোটের নেত্রী বেগম খালেদা জিয়া চান জোটবদ্ধভাবে নির্বাচন করতে। জোটের বন্ধন অটুটও রাখতে চান তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন