৬৯’র এক মহানায়ক ছিলেন আসাদ : মেনন

  18-01-2018 02:02PM



পিএনএস ডেস্ক: সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ৬৯’র গণঅভ্যুত্থানের মহানায়ক ছিলেন আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। শহীদ আসাদের রক্তদানই আইয়ুব শাহীর পতনের পথ তৈরি করে। এই গণঅভ্যুত্থানের পথ ধরেই স্বাধীনতা সংগ্রাম ত্বরান্বিত হয়।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ৬৯’র গণঅভ্যুত্থানে মহানায়ক শহীদ আসাদের স্মরণে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মেনন বলেন, আসাদ ছিলেন একজন সাহসী ছাত্র নেতা। আমরা স্লোগান দেই আসাদের মন্ত্র জনগণতন্ত্র। কারণ আসাদ ছাত্রনেতা হলেও তিনি সবসময় সাধারণ মেহনতি মানুষকে নিয়ে চিন্তা করতেন।

তিনি বলেন, শহীদ আসাদ পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। ঊনসত্তরের ছাত্র-গণঅভ্যুত্থানের এক পর্যায়ে ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছাত্র মিছিলে পুলিশ গুলি চালালে আসাদ শহীদ হন। দেশের মানুষ আইয়ুব খানের নাম মুছে দিয়ে আইয়ুব গেটকে আজকের আসাদ গেট নাম দিয়েছে। কিন্তু আজকের ছাত্ররা আসাদকে চেনে না।

বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক প্রমুখ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন