‘প্রধানমন্ত্রীর বিদায় ঘণ্টা বেজে গেছে’

  23-01-2018 07:21PM

পিএনএস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'বিদায় ঘণ্টা' বেজে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাব আয়োজিত 'বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা'য় একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রিজভী বলেন, 'আপনার দিন শেষ। আপনার বিদায় ঘণ্টা বেজে গেছে। এই ঘণ্টা আপনার জন্য বাজছে। এটা বিদায় ঘণ্টা। আপনাকে ক্ষমতা থেকে বিদায় নিতেই হবে।'

এদেশের মানুষ দেশকে ভালোবাসে উল্লেখ করে তিনি আরও বলেন, 'এই দেশপ্রেমিক মানুষ শেখ হাসিনার বর্বর মানসিকতা আর মানবে না। তিনি যে বেড়াজাল তৈরি করবেন তা ছিন্ন করবেই।

অনেক রক্ত নিয়েছেন, অনেক লাশ নিয়েছেন। অনেক লুটপাট করেছেন। জনগণের অর্থ তসরুফ করেছেন। মিডিয়া নিয়ন্ত্রণ করে নিজের কথাকে জোর করে চাপিয়ে দেয়ার চেষ্টা করছেন। আর বিরোধী দলের কথাকে অবদমিত করার চেষ্টা করছেন। এটা আর হবে না।'

বিএনপির এই নেতা আরও বলেন, 'সরকার আগামী নির্বাচন নিয়ে দুরভিসন্ধি, মাস্টারপ্ল্যান করছেন। আরেকটা ভোটারবিহীন নির্বাচন করবেন। তারা আরও লুটপাটের জন্য আবার ক্ষমতায় আসতে চায়।'

এসময় আরাফাত রহমান কোকো 'রাজনৈতিক প্রতিহিংসার শিকার' বলেও মন্তব্য করেন রিজভী।

আয়োজক সংগঠনের সভাপতি আবিবুল বারী আয়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, দলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের সভাপতি কাজী শামীম তারেক প্রমুখ।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন