‘ফাতেমার বিষয়ে জেলকোড অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ’

  11-02-2018 08:39PM

পিএনএস ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দি অবস্থায় দেখাশুনার জন্য পরিচারিকা হিসেবে ফাতেমার বিষয়ে জেলকোড অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন।

এর আগে বন্দি অবস্থায় খালেদা জিয়ার পরিচারিকা চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। আবেদনে তিনি বলেন, বেগম খালেদা জিয়া বয়স্ক মানুষ। তিনি একা চলাফেরা করতে পারেন না। তাই তার জন্য একজন পরিচারিকা প্রয়োজন।

আর তার পরিচারিকা হিসেবে থাকার জন্য মোছা. ফাতেমা প্রস্তুত।
উল্লেখ্য, ৮ই ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসনকে পাঁচ বছরের কারাদ- দেন আদালত। রায় ঘোষণার পর থেকে তিনি নাজিম উদ্দিন রোড়ের পুরনো কারাগারে রয়েছেন।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন