কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

  13-02-2018 08:16PM

পিএনএস ডেস্ক : গুলশানের বিএনপির চেয়ারপারসনে রাজনৈতিক কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষ করেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। আজ মঙ্গলবার বিকালে ৪টায় এ বৈঠক শুরু হয়। সাড়ে পাঁচটার পর শেষ হলেও বৈঠক সম্পর্কে এখনো কিছু জানাননি বিএনপির নেতারা।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন, রিয়াজ রহমান, হারুন উর রশিদ, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

আর বিদেশি কূটনীতিকদের মধ্যে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, জাপান, স্পেন, সুইজারল্যান্ড, জার্মানি, কানাডা ও চীনের প্রতিনিধিরা। এ ছাড়া বৈঠকে সুইডেনের রাষ্ট্রদূতও উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন