‘সেই সাত ধারা বাতিলের ফাঁদে বিএনপিই আটকা পড়বে’

  19-02-2018 02:06PM


পিএনএস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র গঠনতন্ত্রের সাত ধারা বাতিলই সেই ফাঁদ যে ফাঁদে তারা নিজেরাই আটকা পড়বে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিং করছিলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি পারবেন না, সেটা সিদ্ধান্ত দেবেন আদালত, বিষয়টা আদালতের। এটা আওয়ামী লীগ বা রাজনীতির বিষয় নয়।

বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, তারা হঠাৎ করে তাদের গঠনতন্ত্রের ৭ ধারা পরিবর্তন করে দুর্নীতিবাজ, দেউলিয়া ও উন্মাদ ব্যক্তিকে বিএনপি করার সুযোগ দিয়েছে। এই যে ৭ ধারা পরিবর্তন, এটাই বিএনপির গলার কাঁটা হবে।

বাতিল ৭ ধারা অনুযায়ী, কেউ দণ্ডিত হলে বিএনপির সদস্য হতে পারতো না। মনোনয়ন নিতে পারতো না।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন