বিএনপিকে ‘কুঁজো’ আখ্যা নৌ-মন্ত্রীর

  20-02-2018 08:07AM

পিএনএস ডেস্ক: দেশের অন্যতম প্রধান দল বিএনপিকে ‘কুঁজো’ আখ্যা দিয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, তারা আন্দোলনের কথা বলবে কিন্তু করতে পারবে না। জাতীয় সংসদে সোমবার রাতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘খালেদা জিয়া বলেছেন- ২০১৪ সালে আন্দোলন আমরা সফল করতে পারিনি, ২০১৫ সালেও আন্দোলনে ব্যর্থ হয়েছি। তারপর বললেন এবার আন্দোলনে আমরা বিজয় লাভ করবো। তিনি হয়ত ভুলে গেছেন, কুঁজো মানুষ চিত হয়ে শুতে পারে না। তবে কুঁজোদেরও চিত হয়ে শোয়ার আশা জাগে।’

মন্ত্রী বলেন, ‘যারা আন্দোলনে বারবার ব্যর্থ হয়েছে, তাদের আমি কুঁজো মানুষ হিসেবে আখ্যায়িত করতে চাই। তারা আন্দোলন-আন্দোলন করবে, কিন্তু আন্দোলন করতে পারবে না। অতীতেও যেমন ব্যর্থ হয়েছেন, আগামীতে ব্যর্থ হবে। শেখ হাসিনাই আবার ক্ষমতায় আসবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন।’

শাজাহান খান বলেন, ‘সারাবিশ্ব যেখানে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে সেখানে বিএনপি-জামায়াত বিস্ময় প্রকাশ করছে। খালেদা জিয়া পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে মানুষ হত্যা করেছে। নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে। ২০১৪ সালের নির্বাচন ঠেকানোর নামে আগুনসন্ত্রাস করে মানুষ হত্যা করা হয়েছে। সেদিন খালেদা জিয়াকে পরাজয় বরণ করে বাড়ি ফিরে যেতে হয়েছিল।’

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, ‘বিশ্বের পাঁচ সরকারপ্রধানকে চিহ্নিত করা হয়েছে। সেখানে সততার জন্য আমাদের প্রধানমন্ত্রী চিহ্নিত হয়েছেন। আর আরেকজন নেত্রী দুর্নীতিতে তিন নম্বরে অবস্থান করেছেন।’

শাজাহান আরও বলেন, ‘খালেদা জিয়া তার পাপের প্রায়শ্চিত্ত করছেন। নিজ পাপের পরিণতি দেখছেন। এখন তিনি মরমে মরমে কর্মফল উপলবদ্ধি করছেন। বিএনপি তথা খালেদা জিয়া ২০১৪ সালে নির্বাচন না করে যে ভুল করে তার খেরাত দিচ্ছে। আশাকরি ২০১৮ সালের নির্বাচনে সেই ভুল করবে না।’

এছাড়া সরকারদলীয় নেতা পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ও প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির তীব্র সমালোচনা করেন। একইসঙ্গে তারা সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি সংসদে তুলে ধরেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন