খালেদা জিয়ার জামিন স্থগিতের পর বগুড়ায় বিএনপির বিক্ষোভ

  19-03-2018 03:53PM


পিএনএস ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতের পর বগুড়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন-সংক্রান্ত আদেশের আগেই সকাল ৯টা থেকে শহরের নবাব বাড়ী রোডের জেলা কার্যালয়ে নেতাকর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হতে শুরু করেন। এরপর আদালত জামিন স্থগিতের আদেশ দিলে নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া দেখান। তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

মিছিলটি সামনে এগিয়ে গেলে পুলিশ তারকাঁটার বেরিকেডে আটকে দেয়। তখন সেখানেই ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ভিপি সাইফুল বলেন, খালেদা জিয়া এখন পারমানবিক বোমার মত শক্তিশালী। কারন জনগন তার সাথে আছে। তাই তার ভয় নেই। সরকার দিশেহারা হয়ে ফরমায়েশি রায়ে খালেদা জিয়াকে দীর্ঘ সময় কারাগারে অন্তরীণ রেখে আবারও একতরফা নির্বাচনের চেষ্টা করছে। কিন্তু সে ষড়যন্ত্র সফল হবে না।

সমাবেশে বক্তব্য দেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, লাভলী রহমান, আলী আজগর হেনা, কেএম মাহবুবর রহমান হারেজ, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, মাফতুন আহমেদ খান রুবেল, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, পরিমল চন্দ্র দাস, সহিদ উন নবী ছালাম, আবুল বাশার, আব্দুল ওয়াদুদ, মেহেদী হাসান হিমু, এসএম রফিকুল ইসলাম, অধ্যক্ষ রফিকুল ইসলাম, মিজানুর রহমান, মাসুদ রানা, আলীমুর রাজি তরুন, নাজমা আক্তার, মাহবুব হাসান লেমন, লিটন শেখ বাঘা, মাহমুদ শরীফ মিঠু, মাজেদুর রহমান জুয়েল, সাইমুম ইসলাম, আব্দুল মোমিন, ছাত্রদলের হাসানুজ্জামান পলাশ ও শফিকুল ইসলাম প্রমুখ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন