তারেক রহমানের বাসায় নিখোঁজ ইলিয়াস আলীর গুজব

  18-04-2018 05:43PM

পিএনএস (জে এ মোহন) : দীর্ঘ ছয় বছরেও সন্ধান মেলেনি বিএনপি নেতা ইলিয়াস আলীর। তিনি বেঁচে আছেন না মারা গেছেন তাও কেউ জানেনা। তার এই অর্ন্তধান রহস্যের জট খোলেনি আজও। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর মহাখালী সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে গাড়ি চালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী।

ঘটনাস্থল থেকে পুলিশ তার গাড়িটি উদ্ধার করেছে বটে। তবে ইলিয়াস আলীর সন্ধান পায়নি এখনো। নিখোঁজ ইলিয়াস আলীকে নিয়ে কিছুদিন যাবত বিভিন্ন অনলাইনে নিউজে আলোড়ন তৈরী হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসায় গিয়েছেন ইলিয়াস আলী।

তারেক রহমানের মেয়ে জায়মা রহমানের একটি ফেসবুক আইডির সূত্র দিয়ে নিউজটি হয়েছে। তবে এ বিষয়ে বিএনপির নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে অনেকেই সংশয় ও গুজব মনে করছেন। জায়মা রহমানের ফেসবুক আইডি নিয়েও রয়েছে সংশয়। পিএনএস কতৃপক্ষ এর যথাযথ তথ্যের জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

জায়মা রহমান নামে যে (সংশয়) আইডিতে লেখেন, “আলহামদুলিল্লাহ এম ইলিয়াস আলী আমাদের মাঝে ফিরত এসেছেন আজকে। তিনি আমাদের বাসায় আছেন।”

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন