তারেকের নাগরিকত্ব ত্যাগের খবরের জবাবে যা বললো বিএনপি

  23-04-2018 12:34PM

পিএনএস ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও লন্ডনে অবস্থানরত তারেক রহমান বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করতে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট জমা দিয়েছেন বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপি বলছে, তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

সোমবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন: ‘আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি তারেক রহমান পাসপোর্ট জমা দিয়ে থাকেন তাহলে সেটি প্রদর্শন করুন। লন্ডনে বাংলাদেশ দূতাবাস সেটি দেখাতে পারে। কারণ দূতাবাস বাংলাদেশ সরকারের অধীন।’

রিজভীর দাবি তারেক রহমান চিকিৎসা করার জন্য লন্ডনে আছেন এবং পাসপোর্ট জমা দেয়ার সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট।

রিজভী বলেন: ‘আওয়ামী লীগ যে সাংগঠনিকভাবে মিথ্যাচার করে এটি তার প্রমাণ। আওয়ামী লীগ এমন একটি প্রতিষ্ঠান যেখানে মিথ্যাচার শেখানো হয় প্রধানমন্ত্রীকে খুশি করতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিথ্যাচার করেছেন।’

তিনি বলেন: ‘পাসপোর্ট ত্যাগ করার অভ্যাস তো তাদের (শেখ হাসিনার নিকট আত্মীয়) যারা বিদেশিদের বিয়ে করেন। প্রধানমন্ত্রীর ভাইজি টিউলিপ সিদ্দিক গর্বের সঙ্গে ব্রিটিশ পরিচয় দেন। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে গেলে তার সঙ্গে ঘুরে বেড়ান।’

বিএনপির এই নেতা বলেন:‘ প্রধানমন্ত্রী বাংলাদেশ নিয়ে এতো কথা বলেন। অথচ তার নিকটাত্মীয়রা বিদেশিদের বিয়ে করে সেখানেই থেকে যায়। তার নিজ পুত্রও বিয়ে করে আমেরিকায় থাকেন। তারা বিদেশিদের সঙ্গে সন্তান বিয়ে দিয়ে আত্মতুষ্টি লাভ করেন। তারা মুক্তিযুদ্ধের মূল চেতনাকে হ্ত্যা করেছে।’

প্রধানমন্ত্রীর বিশ্বস্ত হওয়ার জন্য প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যাচার করে মন্ত্রীত্ব টিকিয়ে রাখা আত্মা বিক্রির সমান বলে মন্তব্য করেন রিজভী।

অবান্তর কথা বলার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার হুমকি দেন তিনি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন