ছাত্রলীগের কারণে অর্জন ম্লান হতে পারে না: আমু

  26-04-2018 03:10PM


পিএনএস ডেস্ক: সরকারপন্থী ছাত্র সংগঠন ছাত্রলীগের কারও কর্মকাণ্ডে সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেন বদনাম না হয়, তার তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামী ১১ ও ১২ মে ছাত্রলীগের কেন্দ্রীয় জাতীয় সম্মেলনের আগে মহানগর শাখার এই সম্মেলন হচ্ছে।

আমু বলেন, ‘ছাত্রলীগের কোন কর্মীর সাংগঠনিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে শেখ হাসিনার অর্জন নষ্ট হোক, তা আমাদের কাম্য নয়। সেই দিকে দৃষ্টি রেখে ছাত্রলীগকে কাজ করতে হবে।’ ‘ছাত্রলীগের সুনাম অক্ষুন্ন রাখতে হবে। শেখ হাসিনার বিজয় অর্জনের সহায়ক শক্তি হিসাবে কাজ করতে হবে।’

‘ছাত্রলীগ উপমহাদেশের বৃহৎ ছাত্র সংগঠন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা যে নিরলস কাজ করেছেন তাঁর দায়িত্ব ছাত্রলীগকেই নিতে হবে।’

‘আমাদের নেত্রী শেখ হাসিনাও শেখ হাসিনাও ছাত্রনেত্রী ছিলেন। তিনিও ইডেন কলেজের ভিপি ছিলেন। প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। আজকে ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী তিনি। তাদের কর্মকাণ্ডের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তাঁর নেতৃত্বকে সফল করার জন্য যেভাবে আপনারা কাজ করছেন, আগামীতেও সেভাবে কাজ করবেন।’

আগামী নির্বাচনে নৌকা মনোনীত সকল প্রার্থীর বিজয় ছিনিয়ে আনতে কাজ করারও আহ্বান জানান আমু।

এর আগে সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমত উল্যাহ, সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখও এ সময় উপস্থিত ছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন