‘আওয়ামী লীগ ভয় পাচ্ছে’

  26-05-2018 05:52PM

পিএনএস ডেস্ক : তিস্তার বিষয়টি প্রধানমন্ত্রীর ভারত সফরের আলোচ্যসূচিতেই নেই বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নয়, জনগণের সরকারই পারে তিস্তা চুক্তি সম্পন্ন করতে।

শনিবার (২৬ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পূর্বেও ভারত সফরে গিয়েছেন। কতবার ভারতে গেলেন। তিস্তা চুক্তির পানি আলোচ্যসূচিতে পর্যন্ত আনতে পারে নাই। তাহলে বার বার কেন ভারতে যাচ্ছেন, জনগণের মধ্যে নানা গুঞ্জন। আমি আশা করি, এবার তিনি এসে তিস্তার বিষয়ে ইতিবাচক খবর দেবেন।... জাতীয় বা আন্তর্জাতিক কোনো সমস্যাই এই সরকারের দ্বারা সমাধান করা সম্ভব নয়।’

খন্দকার মোশাররফ বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে আপনারা টাকা-পয়সা নিয়েও পালাতে পারবেন না। তিনি বলেছেন, ক্ষমতায় আসতে না পারলে এদেশের আওয়ামী লীগ রোহিঙ্গা হয়ে যাবে।’

বিএনপির এই নেতা দাবি করেন, ‘ওবায়দুল কাদেরের এই বক্তব্যগুলো প্রমাণ করে তারা ভয় পাচ্ছে।’

মাদকবিরোধী অভিযানের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডেরও সমালোচনা করেন খন্দকার মোশাররফ।

তিনি বলেন, ‘সাধারণ মানুষ পর্যন্ত জানে, এই মাদকের সম্রাট করা। এই আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, সংসদেই মাদকের গডফাদার আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না। যারা ছোট খাটো ক্যারিয়ার তাদের খুন করে বাহাদুরী দেখানো হচ্ছে।'

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন