খালেদা জিয়াকে বিএসএমএমইউ-তে নেয়া হচ্ছে : আনিসুল হক

  10-06-2018 06:37PM

পিএনএস ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন কিনা সে বিষয়টি নিশ্চিত হতে তাকে বিএসএমইউতে নেয়া হবে বলে জানিয়েছেন । আজ রোববার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, গত পরশুদিন সম্ভবত রোজা রাখার কারণে বেলা ৩টার দিকে তিনি অসুস্থতা বোধ করে পড়ে যাবার উপক্রম হয়েছিলেন। পরে তার গৃহকর্মী ফাতেমা তাকে ধরে ফেলেন এবং জেলের চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেন।

খালেদা জিয়ার সুগার লেভেল কমে গিয়েছিল বলে চিকিৎসকরা তাকে একটা চকলেট খাওয়ান।

মন্ত্রী আরো বলেন, গতকাল তার ব্যক্তিগত চিকিৎসকরা বেগম জিয়াকে দেখে এবং তার সাথে কথা বলে ধারণা করছেন তার একটা মাইল্ড স্ট্রোক হয়েছিল। আর এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে আমাকে জানানো হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন