‘কোটা আন্দোলনের নামে বিএনপি-জামায়াত গণ্ডগোল সৃষ্টি করছে’

  06-07-2018 03:58PM


পিএনএস ডেস্ক: বিএনপি জামায়াতের কুচক্রী মহল রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বন্ধ থামিয়ে দিতে কোটা আন্দোলনের নামে গণ্ডগোল সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় আখাউড়া মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়ের একাডেমি ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

আইনমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী যখন বলেছেন কোটা পদ্ধতির সংস্কার করা হবেই। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথার বরখেলাপ করেন না।

তিনি আরো বলেন, কোটা সংস্কার করার একটি পদ্ধতি আছে। সেই পদ্ধতি শেষ করার পরই সংস্কার করা যাবে। সে পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে ধৈর্য ধরার পরামর্শ দেন।

এর আগে আইনমন্ত্রী মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমি ভবন উদ্বোধন করেন। মনিয়ন্দ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় আইনমন্ত্রী বলেন এলাকার স্কুল কলেজ, ধমীয় প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রিজসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যহত রয়েছে। এই উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করেছে। আমরা চাই দেশের প্রত্যেকটি শিক্ষার্থী মেধাবী হয়ে গড়ে উঠবে।

উদ্বোধনী সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আইনমন্ত্রীর এপিএস রাসেদুল কাউছার জীবন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, মন্ত্রীর পিও শফিকুল ইসলাম সোহাগ, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আতাউর রহমান নাজিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজিল শাহ, সাধারন সম্পাদক মোহাম্মদ শরীফ, মোগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু কাউছার ভুইয়া, প্রমুখ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন