খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদে বিএনপির অনশন চলছে

  09-07-2018 01:03PM

পিএনএস ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদ এবং তার মুক্তিসহ সকল রাজবন্দির মুক্তি দাবিতে দলটির পূর্বঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি পালন করছে দলটি।

আজ সোমবার সকাল ৯ টা থেকে মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনের সামনে বৃষ্টির বাগড়া উপেক্ষা করেই চলছে এ অনশন কর্মসূচি। শেষ হবে বিকেল ৪ টায়। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়। এতে অনেক নেতাকর্মী মহানগর নাট্যমঞ্চের বিভিন্ন জায়গায় গিয়ে অবস্থান নেন। তবে অধিকাংশ নেতাকর্মী বৃষ্টি উপেক্ষা করেই অনশন স্থলে অবস্থান করেন।

এসময় তাদের সমাবেশস্থলে বিছানো তাবু মাথায় দিয়ে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করতে দেখা যায়।

অনশন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইচ চেয়ারম্যান সেলিমা রহমান, চৌধূরী কামাল ইবনে ইউসুফ, ড. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া ২০ দলীয় জোট শরিক নেতা মোস্তাফা জামাল হায়দারও উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, মহাসচিবের নির্দেশে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আনুষ্ঠানিকভাবে অনশন কর্মসূচি শুরুর ঘোষণা দেন। সকাল পৌনে ৯ টা থেকে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে অনশনে যোগ দেন। এসময় তারা মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাইসহ বিভিন্ন স্লোগানে মিলনায়তন প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন