কর্ণেল অলির গাড়ীবহরে সন্ত্রাসী হামলায় ন্যাপ'র নিন্দা

  12-07-2018 05:45PM

পিএনএস : কুমল্লার চান্দিনায় ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সভাপতি, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) অলি আহমেদ বীরবিক্রমকে হত্যার উদ্দেশ্যে তার গাড়ীবহরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বাংলাদেশের জন্মের বেদনার সাথে জড়িত, মহান মুক্তিযুদ্ধকালিন বীরবিক্রম খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধাকে হত্যার উদ্দেশ্যে এই ন্যাক্কার জনক হামলার সাথে জড়িতরা দেশবিরোধী-স্বাধীনতা বিরোধী, গণতন্ত্র বিরোধী।

বিবৃতিতে নেতৃদ্বয় কর্ণেল অলির গাড়ীর উপর হামলাকে রাজনৈতিকভাবে ব্যাবহার না করে এই হামলার সাথে জতিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন