গণতন্ত্রের পিঠে ছোবল হানার সুযোগ আর দেয়া হবে না : তথ্যমন্ত্রী

  12-07-2018 09:26PM

পিএনএস ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'অপরাধী খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচন হবে না'- এই উক্তির মধ্য দিয়ে রাজনীতি ও গণতন্ত্রের সাথে বিএনপি বে'আদবি ও ঠাট্টা করেছে এবং ধৃষ্টতা ও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

এ কথার মধ্য দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও চক্রান্তের কালো বেড়ালটাও তাদের থলে থেকে বেরিয়ে এসেছে’, উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রের পিঠে ছোবল হানার সুযোগ আর কাউকে দেয়া হবে না’।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন কর্মসূচির সহায়তায় প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ আয়োজিত আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

পিআইবি পরিচালনা পর্ষদ সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে পিআইবি'র মহাপরিচালক শাহ আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান অধ্যাপক মফিজ উদ্দিন, এটুআই প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পিএনএস/জে এ /

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন