১৪ দলের সঙ্গে থাকতে আগ্রহ নাজমুল হুদারসহ ৯ দল

  18-07-2018 05:49PM

পিএনএস ডেস্ক : সাবেক যোগাযোগমন্ত্রী ও বিএনপি নেতার নেতৃত্বাধীন ৯ দল ১৪ দলীয় জোটে আসতে চায় বলে আগ্রহ প্রকাশ করেছে। বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের সঙ্গে বৈঠকে তারা এ আগ্রহ প্রকাশ করেন।

বৈঠক শেষে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আমরা তাদের আগ্রহের কথা শুনেছি। আমাদের জোটনেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জানাবো। তিনি তাদের গ্রহণ করবেন কীনা সিদ্ধান্ত জানাবেন।

বৈঠকে ১৪ দলের সাথে মতবিনিময় করেছে ১. তৃণমূল বিএনপি, ২. গণতান্ত্রিক আন্দোলন, ৩. ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স, ৪. সম্মিলিত ইসলামিক জোট, ৫. কৃষক শ্রমিক পার্টি, ৬. একামত আন্দোলন, ৭. জাগো দল, ৮. ইসলামিক ফ্রন্ট ও ৯. গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন