‘বিএনপির রাজনীতিতে কবে জোয়ার হবে আল্লাহই জানে’

  20-07-2018 03:17PM

পিএনএস ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতিতে এখন ভাটা চলছে, এ ভাটা কবে যে জোয়ার হবে এটা আল্লাহই জানে।

আজ শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গণসংবর্ধনা উপলক্ষে আয়োজিত চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচনের আগে বিএনপির সঙ্গে কোনও সংলাপ হবে কিনা- জানতে চাইলে কাদের বলেন, সংলাপ কেন? কী প্রয়োজনে? নির্বাচন হতে তো কোনও সমস্যা নেই।

তারা কি জাতীয়তাবাদী নির্বাচন কমিশন চায়? তাদের প্রতিনিধি তো নির্বাচন কমিশনে আছে। তারা কি চায় নির্বাচনে জেতারে গ্যারান্টি দিতে হবে? তাহলে তারা নির্বাচনে আসবে? এটা তো কেউ দিতে পারবে না।

সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন চাইছে বিএনপি- এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কাদের বলেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন আমরা চাই না এ কথা কি আমরা বলছি? তবে আমরা কাউকে টেনে আনবো না। সব গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে এটা তাদের রাজনৈতিক অধিকার।

এটা করুণা নয়। করুণা বা দয়ায় কেন বিএনপি নির্বাচনে আসবে। এটা তাদের অধিকার। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল অলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মির্জা আজম, এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন