আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বললেন দুদু

  21-07-2018 07:23PM

পিএনএস ডেস্ক : ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করা ঠিক হবে না। ভালো নির্বাচন না হওয়া দেশ ও জাতির জন্য দুঃখের বিষয়। ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা এই মুহূর্তে আমাদের প্রধান কাজ। এজন্য সবাইকে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।’

শনিবার (২১ জুলাই) সিলেটের আম্বারখানার বিভিন্ন এলাকায় বিএনপি মেয়র প্রার্থী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষে সিলেট জেলা কৃষক দলের উদ্যোগে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে লিফলেট বিতরণকালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকার সকল দিক থেকে ব্যর্থ দাবি করে শামসুজ্জামান দুদু বলেন, ‘এই ব্যর্থ সরকারের মেয়াদ শেষ হতে চলেছে। সরকার শুধু গণতন্ত্র না, এদেশের বিচার ব্যবস্থা প্রশাসন ও নির্বাচনকে ধ্বংস করেছে। সুষ্ঠ নির্বাচনের পরিবেশ বলতে যা বোঝায় দেশে এখন তার ছিটেফোঁটা নেই। সিলেটে আমাদের সুষ্ঠু নির্বাচন আদায় করে ভোটচোরদের জবাব দিতে হবে।’

সিলেটে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে মন্তব্য করে বিএনপির এই শীর্ষনেতা বলেন, ‘সুষ্ঠ নির্বাচন হলে আরিফুল হক চৌধুরীর বিজয় সুনিশ্চিত। তাই এই সিটি নির্বাচনগুলোতে জনগণকে আরও সতর্ক হতে হবে। কারণ ভোটচোর, লুটপাটকারীরা সক্রিয়। সেজন্য ২০ দলকে পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।’

ছাত্রদলের সাবেক এই সভাপতি আরও বলেন, ‘আওয়ামী লীগ এক সময় ছিল নির্বাচনমুখী দল। কিন্তু বর্তমানে তারা নির্বাচন থেকে যোজন দূরে আছে। তাদের জনবিচ্ছিন্নতা এমন একটি পর্যায়ে চলে গেছে তারা এখন নির্বাচন দেখলে ভয় পায়।’

এসময় প্রচারণায় অংশ নেন-সিলেট জেলা কৃষকদলের সভাপতি এম.এ. মুছাব্বির, সুনামগঞ্জ থানা কৃষকদলের সাধারণ সম্পাদক খালিদ হোসেন ও বিএনপি নেতা ফয়সাল প্রমুখ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন