`বরিশালে গ্রেপ্তার আতঙ্ক'

  22-07-2018 01:47AM

পিএনএস ডেস্ক: বরিশালে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। প্রচারণায় আওয়ামী লীগ-বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও অংশ নিয়েছেন। শনিবার বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রচারণা চালান প্রার্থীরা। এমতাবস্থায় সেখানে সাধারণ মানুষ গ্রেপ্তার আতঙ্কে ভুগছে বলে দাবি করেছেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার।

শনিবার নগরের চাদমারী এলাকায় গণসংযোগকালে এমন দাবি করেন তিনি।
তবে আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন নির্বাচনী পরিবেশ সুন্দর আছে।

সরওয়ার বলেন, আমরা হঠাৎ করেই নির্বাচনী পরিবেশটা খারাপ দেখছি। গ্রেফতার আতঙ্ক চলছে। ইতিমধ্যে জামায়াতের বরিশাল মহানগরের সেক্রেটারি জহির উদ্দিন মোহাম্মদ বাবরকে গ্রেপ্তার করা হয়েছে। কবির নামে নগরের ১০ নম্বর ওয়ার্ডের একজন যুবদল নেতাকে জামায়াত বলে গ্রেপ্তার করা হয়েছে। এভাবে গ্রেপ্তার আতঙ্ক চলছে।

সরওয়ার আরো বলেন, যেখানে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য সকল মানুষকে উদ্বু্দ্ধ করছি। এমনকি প্রচার-প্রচারণার সময়ও বিভিন্নভাবে সাধারণ মানুষকে সুষ্ঠু নির্বাচনের কথা বলছি। যাতে সাধারণ মানুষ ভোট সেন্টারে যায় এবং খুলনা-গাজীপুরের মতো ঘটনা না ঘটে। কিন্তু গ্রেফতার আতঙ্কে সাধারণ মানুষের মাঝে ভয় ঢুকে যাচ্ছে।

ভোটের অল্প কয়টা দিন বাকি রয়েছে বলে উল্লেখ করে মজিবর বলেন, এখন যে স্রোত সৃষ্টি হয়েছে বিএনপির। আমি বিশ্বাস করি সরকার যদি গ্রেফতার আতঙ্ক তৈরি না করে তাহলে ভোট ভালো হবে।

অপরদিকে আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও ব্যস্ত সময় পাড় করেছেন গণসংযোগ করেন। আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এখন পর্যন্ত নির্বাচনের সুন্দর পরিবেশ বজায় আছে। কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনা নেই। আশা করি ৩০ তারিখে ভোটাররা সুন্দর পরিবেশে গিয়ে ভোট প্রদান করবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন