নিউইয়র্কে ‘বঙ্গমাতা দিবস’ পালিত

  13-08-2018 02:50PM

পিএনএস ডেস্ক : বঙ্গমাতা ফজিলাতুন্নেসার ৮৯তম জন্মদিন উপলক্ষে গতকাল রবিবার রাতে নিউইয়র্কে আলোচনা সভা এবং দোয়া-মাহফিল করেছে বঙ্গমাতা পরিষদের যুক্তরাষ্ট্র শাখা।

মাওলানা আব্দুস সিদ্দিকের নেতৃত্বে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর সকলে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, ফজিলাতুন্নেসাসহ ১৫ আগস্ট কালরাতে নিহত সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে।

সংক্ষিপ্ত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. এনামুল হক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

বঙ্গমাতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, ড. এম এ বাতেন, শরাফ সরকার, হাজী এনাম দুলাল, ফিরোজ পাটোয়ারি, খোরশেদ আনোয়ার বাবলু, জহুরুল ইসলাম, সিরাজউদ্দিন সোহাগ, স্বীকৃতি বড়ুয়া, যুবলীগের কেন্দ্রীয় নেতা এডভোকেট সিরাজুল ইসলাম, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোর্শেদা জামান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহানারা রহমান প্রমুখ।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন