উন্নয়ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বে রোলমডেল : পররাষ্ট্রমন্ত্রী

  16-08-2018 05:19PM

পিএনএস ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বে রোলমডেল। বিশ্বনেতারা এখন প্রতিনিয়ত শেখ হাসিনার কাছে উন্নয়নের জাদু কী, তা জানতে চান। শেখ হাসিনা বিশ্বনেতাদের জানান, তাঁর উন্নয়নের জাদু দেশপ্রেম।

আজ বৃহস্পতিবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। উপজেলা শিক্ষা কার্যালয়ের আয়োজনে বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি নিশ্চিত করা, ঝরেপড়া রোধ ও মানসম্মত শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণের জন্য এ সভার আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী আরও বলেন, শেখ হাসিনা দেশের গ্রামগুলোকে শহর করছেন। খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী দাবি করেন। তাঁরাও ক্ষমতায় ছিলেন। কিন্তু দেশের কোনো কাজ করেননি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই সাহসী। দেশ স্বাধীনের পর যুদ্ধবিধ্বস্ত একটি দেশে একবারেই ৩৯ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করেছিলেন শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একবারে ২৬ হাজার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করেছেন। নজিরবিহীন অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণের বেশি বাড়িয়ে দিয়েছেন। দেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন। তিনি বলেন, এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

চিরিরবন্দর বালিকা উচ্চবিদ্যালয় চত্বরে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী শাহীন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ) মহেশ চন্দ্র রায়, বিভাগীয় উপপরিচালক আবদুল ওয়াহাব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক আহসানুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তরু বালা রায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম জি এম সারোয়ার হোসেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী উপজেলার ফুলপুর কুতুবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন, ফলদ বৃক্ষ মেলা এবং বিভিন্ন এলাকার বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন