আ. লীগের ১০০ জনের তালিকায় আছেন শামীম ওসমান!

  11-09-2018 12:24AM

পিএনএস ডেস্ক :আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থী হচ্ছেন শামীম ওসমান। উন্নয়নের স্বার্থে শামীম ওসমানকে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

রোববার (৯ সেপ্টেম্বর) ফতুল্লার পাগলাস্থ মেরী এন্ডারসন ভাসমান রেস্তোরাঁ সংলগ্ন এলাকায় এক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আগামীতে উন্নয়নের স্বার্থে শামীম ওসমানকে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত আহ্বান জানিয়ে নৌ-পরিবহন মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ প্রাথমিকভাবে ১০০ জনের যে তালিকা করেছে সেই তালিকায় শামীম ওসমানের নাম রয়েছে। এটা আপনারা পত্রিকায় দেখতে পাবেন।’

‘তাই আপনাদের ধরে নিতে হচ্ছে- আগামীতে নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থী হচ্ছেন শামীম ওসমান। সুতরাং আগামীতে উন্নয়নের স্বার্থে শামীম ওসমানকে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন’

খালেদা জিয়াকে মিথ্যাবাদী উল্লেখ করে তিনি বলেন, ‘খালেদা জিয়া হলেন মিথ্যায় বিশ্বচ্যাম্পিয়ন। তার জন্ম তারিখ হলো ছয়টা। যদি বিএনপি প্রমাণ করতে পারে আমি মিথ্যা বলছি, তাহলে আমি প্রকাশ্যে ক্ষমা চাইব। আর মিথ্যাবাদীকে ক্ষমতায় আনলে দেশের ১২টা বাজবে।’

এ সময় বিআইডব্লিউটিএ’র জমিতে সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে বিআইডব্লিউটিএ’র ১০তলা বিশিষ্ট স্টাফ কোয়ার্টার উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

অন্যদিকে জামায়াত-বিএনপির ‘বেইল’ নাই জানিয়ে শামীম ওসমান বলেন, ‘বাংলাদেশে এখন জামায়াত ও বিএনপির কোনো ‘বেইল’ নাই। শেখ হাসিনা ছিলেন, আছেন এবং থাকবেন। আগামীতে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন।’

বিএনপি সারাদেশে বোমাবাজি করে নিরীহ মানুষ হত্যা করেছে উল্লেখ তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- বিএনপির ভয়ে নাকি আওয়ামী লীগ ভীত। এটার আংশিক সত্য। কারণ বিএনপি সারাদেশে বোমাবাজি করে নিরীহ মানুষ হত্যা করেছে। ১৬ জুন আমাদের উপর বোমা হামলা করে ২০ জনকে হত্যা করেছেন। সে কারণেই আমরা আপনাদের ভয় পাই। আগামী নির্বাচনে এ ভয়ের ঘৃণার প্রতিফলন ঘটবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন_ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিমউদ্দিন হায়দার, ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, যুবলীগ নেতা আবদুল খালেক, বিআইডব্লিউটিএ’র ঢাকা সদরঘাটের যুগ্ম-পরিচালক আরিফ উদ্দিন, আলমগীর কবির প্রমুখ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন