মির্জা ফখরুলকে জাতিসংঘ মহাসচিবের চিঠি

  12-09-2018 12:51AM

পিএনএস ডেস্ক : একাদশ জাতীয় নির্বাচন ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে শীঘ্রই জাতিসংঘে যাচ্ছে বিএনপি'র একটি প্রতিনিধি দল। এরই মধ্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গোতেরেস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।

সম্প্রতি বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মাধ্যমে এ আমন্ত্রণপত্র পাঠানো হয় বলে বিএনপি'র নির্ভরযোগ্য একটি সূত্রে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলের স্থায়ী কমিটি ও কূটনীতি সংশ্লিষ্ট কয়েকজন নেতা শীঘ্রই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন। জাতিসংঘ মহাসচিবের কাছে একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সুপারিশমালা তুলে ধরবেন।

একই সঙ্গে বিএনপিসহ বিরোধী দল-মতের ওপর ‘সরকারের দমনপীড়নের’ চিত্রও তুলে ধরবেন। বিগত তিন সিটি নির্বাচন, গুম, খুনসহ রিমান্ডে নিয়ে নির্যাতনের চিত্রসহ সমসাময়িক পরিস্থিতির একটি সচিত্র প্রতিবেদনও জাতিসংঘ মহাসচিবকে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন