‘বিএনপি ক্ষমতায় এসে সু-শাসনের কথা বলে মানুষ হত্যা করেছে’

  14-09-2018 09:33PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একে এম শাহাজাহান কামাল এমপি বলেছেন, বিএনপি ক্ষমতায় এসে সু-শাসনের কথা বলে আওয়ামীলীগসহ বহু সাধারণ মানুষকে হত্যা করেছে। ক্ষমতায় এসে কোন উন্নয়নমূলক কাজ করেনি লুটপাট ব্যস্ত ছিল। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে দেশে ব্যাপক উন্নয়ন কাজ করেছে।

লক্ষ্মীপুরসহ সারাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান। তিনি আজ (শুক্রবার) ১৪ সেপ্টেম্বর বিকেলে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করণ প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড: মাকসুদ কামাল, জেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার, সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন, ডা: সালাহ উদ্দিন, ডা: শংকর কুমার বসাক, ডা: মোরশেদ আলম হিরু প্রমুখ। পরে মন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে ৮ তলা বিশিষ্ট নতুন ভবণের নির্মাণ কাজ উদ্বোধন করেন।

জানা যায়, ৪৬ কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের কাজ ২০১৯ সালে শেষ হবে। গণপূর্ত বিভাগ কাজটি তদারকি করবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুরে এসে গত ১৪/০৩/২০১৭ ইং তারিখে এসে নতুন এক হাসপাতাল ভবণের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন