জাতীয় নির্বাচনে তারকাদের দিকে দৃষ্টি আ.লীগের

  18-09-2018 07:55AM


পিএনএস ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার নতুন কৌশল হাতে নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। যেখানে থাকছে নতুন চমক। আসন্ন নির্বাচনে ‘তারকা’ খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের মনোনয়ন দিতে চায় দলটি। এমন সিদ্ধান্তের পক্ষে ক্ষুদ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার অধিকাংশ সিটে ‘তারকা ব্যক্তিদের’ মনোনয়ন দিলে সাধারণ ভোটারের মধ্যে উৎসাহ দেখা দেবে। এমন বাস্তবতায় এ সিদ্ধান্তটি আসে বলে জানায় আওয়ামী লীগের শীর্ষ-পর্যায়ের কিছু নেতা।

জানা যায়, আসন্ন নির্বাচনে ভিন্ন চিন্তার অংশ হিসেবে ফুটবলার, ক্রিকেটার, অভিনেতা-অভিনেত্রী, শিল্পী-সাহিত্যিক, ব্যবসায়ী ও সমাজসেবীদের প্রতি মনযোগ দিয়েছে আওয়ামী লীগ। যার অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচিতে ‘তারকা ব্যক্তিদের’ আমন্ত্রণ জানানো হবে।

এতে তারকা ভক্তদের ভেতরে প্রচারণায় নামার আগ্রহ দেখা দেবে। যা নির্বাচনে এক ধরনের জোয়ার তৈরি করবে। এতে তারকাদের জয়ের সম্ভাবনাও বেশি থাকবে। ঢাকা ও ঢাকার বাইরে মিলিয়ে ২০ বা ২৫ জনকে দেয়া হতে পারে মনোনয়ন। এমন সম্ভাবনার কথাও জানা যায়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, সমাজে বিভিন্ন পেশায় পরিচিত ব্যক্তিদের মনোনয়ন দেয়ার সম্ভাবনা আছে। যেখানে ক্রীড়া, সাংস্কৃতিক ব্যক্তিদের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি। এ বিষয়ে দলের শীর্ষ পর্যায়ের ইতিবাচক চিন্তা আছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন