`বিএনপির নামে প্রার্থীতালিকা ভুয়া ও মনগড়া'

  22-09-2018 12:59AM



পিএনএস ডেস্ক: আগামী সংসদ নির্বাচন সামনে রেখে কিছু সংবাদপত্র বিএনপিদলীয় প্রার্থীতালিকা প্রকাশ করছে, যা সম্পূর্ণ ভুয়া ও মনগড়া বলে জানিয়েছেন বি্এনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়ে তিনি দলীয় ও জোটের নেতা-কর্মী ও জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

নজরুল ইসলাম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সম্পূর্ণ হীন উদ্দেশ্যে দেশব্যাপী সংসদীয় এলাকাগুলোতে বিএনপির নামে প্রার্থী তালিকা প্রকাশের ঘটনায় তারা বিস্মিত ও হতবাক। সংবাদপত্রে প্রকাশিত এই তালিকা সম্পূর্ণ ভুয়া ও মনগড়া।

এ ধরনের আজগুবি ও মিথ্যা খবর প্রকাশে সরকারি এজেন্সিগুলো ইন্ধন দিচ্ছে বলে মনে করে বিএনপি। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের এই নেতা বলেন, ‘এই সংবাদ প্রকাশের উদ্দেশ্য হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা।’

প্রকৃত তথ্য না জেনে এ ধরনের সংবাদ প্রচার ও প্রকাশ থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয় বিএনপির নেতার বিবৃতিতে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন