বর্তমান জালিম সরকারের পতনে জাতীয় ঐক্যের সাথে থাকবে বিএনপি : মওদুদ

  22-09-2018 07:38PM

পিএনএস ডেস্ক :জাতীয় ঐক্য প্রক্রিয়ার আজকের এই দিনটিকে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ‘নতুন মাইলফলক নতুন যাত্রা’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। একইসঙ্গে তিনি বলেছেন, ‘বর্তমান জালিম সরকারের পতনে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সাথে থাকবে বিএনপি।’

তিনি বলেন, ‘আমরা আসা করছি অচিরেই জাতীয় ঐক্য প্রক্রিয়া আরও সুসংগঠিত হবে এই স্বৈরাচার সরকারকে সরিয়ে দেয়ার জন্য।’

শনিবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর নাট্যমঞ্চে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া শুরুর যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আমরা অনেকদিন ধরে বলে আসছি জাতীয় ঐক্য ছাড়া এই স্বৈরাচার সরকারকে অপসারণ করা সম্ভব নয়। আজ সেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হওয়ার পথে।’

পাচঁটি দাবি নিয়ে ঐক্য প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গ্রেফতারকৃতদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, ইভিএম বাতিল করতে হবে, নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।’

আন্দোলনে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করে মওদুদ বলেন, ‘এই জালিমশাহী সরকারকে সরিয়ে দেয়ার জন্য যে কোনও আন্দোলনে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সাথে থাকবে বিএনপি।’

‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সূচনা বক্তব্যে বলেছেন, ‘কারও প্রতি প্রতিশোধ পরায়ন হয়ে নয়, শান্তির বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলে এখানে এক মঞ্চে উপস্থিত হয়েছি। আমরা দেশের মানুষের শান্তি ও স্বস্তি নিশ্চিত করতে চাই। জনগণের বাংলাদেশ গড়তে চাই।’

দেশের চলামান অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা এমন একসময় এখানে উপস্থিত হয়েছি যখন দেশে গণতন্ত্র নেই। জনগণ উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নেই। দেশে কার্যকর গণতন্ত্র নেই। দুর্নীতি ও দুঃশাসনে ভরে গেছে দেশ।’

দেশ থেকে দুর্নীতি ও দুঃশাসন দূর হলে বাংলাদেশে শান্তি দৃশ্যমান হবে বলেও মন্তব্য করেন গণফোরাম সভাপতি।

এদিকে সমাবেশে দেয়া বক্তব্যে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের অবিলম্বে মুক্তি দাবি করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মান্না বলেন, ‘দেশ এখন গভীর সংকটে। সাড়ে তিন মাস পর জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। যদি এ সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে আবারো ২০১৪ সালের মত ৪২০ মার্কা নির্বাচন হবে। পুরো দেশের মানুষের মধ্যে একটাই আতঙ্ক ও শঙ্কা- আমরা কি ভোট দিতে পারবো? নাকি পুলিশ দিয়ে ভোট বাক্স ভরে সরকার আবারও ক্ষমতায় আসবে?’

জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিনের পরিচালনায় ও ড. কামাল হোসেনের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদিন ও নিতাই রায় চৌধুরী।

এছাড়াও সমাবেশে উপস্থিত আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন, জাসদ (জেএসডি) একাংশের সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির পক্ষে বৃহত্তর জাতীয় ঐক্যের সমন্বয়ের দায়িত্বে থাকা ডা. জাফরুল্লাহ, মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু, আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক সুলতান মনসুর আহমদ, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের প্রমুখ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন