‘বিএনপি রঙিন স্বপ্ন দেখছে, জনগণ তাদের ক্ষমতায় যেতে দেবে না’

  23-09-2018 01:38PM


পিএনএস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে, জনগণ তাদের ক্ষমতায় যেতে দেবে না।

তিনি আরো বলেন, দল ঐক্যবদ্ধ থাকলে আবারও ক্ষমতায় যাবে আওয়ামী লীগ।

রবিবার সকালে চট্টগ্রামে দলীয় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন।

ওবায়দুল কাদের শনিবার সড়ক পথে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে সাংগঠনিক সফরের অংশ হিসাবে কুমিল্লার ইলিয়টগঞ্জ, কুমিল্লা টাউন হল মাঠ, চৌদ্দগ্রাম, ফেনী ও সীতাকুন্ডের বিভিন্নস্থানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এদেশের মানুষ এবং বহির্বিশ্ব আওয়ামী লীগের পক্ষে রয়েছে উল্লেখ করে তিনি আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিজয় নিশ্চিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার এ আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ দেশের অন্যতম জনপ্রিয় দল এবং এ দলকে বাদ দিয়ে কোনো ঐক্য হবে না।

একই সাথে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আগামী নির্বাচনে যিনি গ্রহণযোগ্য তিনিই মনোনয়ন পাবেন। ‘জনগণ যাকে চাইবে না, তিনি মনোনয়ন পাবেন না।

রবিবার সকাল ৯টায় চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে কর্ণফুলী, লোহাগড়া, চকরিয়া ও কক্সবাজার ঈদগাহে পথসভা করবে সফরকারি দলটি।

সরকারের উন্নয়নের বার্তা তৃণমূলের কাছে পৌঁছাতে বিমান ও ট্রেন যাত্রার পর এবার সড়ক পথে এ যাত্রা শুরু হয়

আজ শনিবার সকাল পৌনে ৯টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে। দলীয় সভাপতিমন্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম ও মুহিবুল হাসান চৌধুরী নওফেল সফরে আছেন।
সফর শুরুর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তাতে দেশের মানুষের আস্থা রয়েছে। আওয়ামী লীগ সরকার বিপুল উন্নয়ন করেছে। আমাদের নেত্রী দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে- এই উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে যাচ্ছি। তিনিআরো বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনেও বিজয়ী হবো।’

সফরকালে সকালে কুমিল্লা জেলার ইলিয়টগঞ্জের গজেন্দ্রনাথ বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অপকর্মের জন্য যারা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়, তারা আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন না।

তিনি বলেন, ‘জনগণ যাকে চাইবে না, তিনি মনোনয়ন পাবেন না। যিনি গ্রহণযোগ্য তিনিই মনোনয়ন পাবেন।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জরিপ রয়েছে, এই জরিপে যিনি এগিয়ে রয়েছেন তিনিই মনোনয়ন পাবেন।
কুমিল্লা জেলা উত্তর আওয়ামী লীগ সভাপতি মো. আবদুল আউয়াল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর।

কুমিল্লা ইলিয়াটগঞ্জ হাইস্কুল মাঠে বক্তব্য শেষে তিনি কুমিল্লা টাউন হলের জনসভায় বক্তব্য রাখেন। এছাড়াও ফেনী যাওয়ার পথে মন্ত্রী কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার এইচ.জে.পাইলট হাইস্কুল মাঠেও বক্তব্য রাখেন ।

কুমিল্লা টাউন হলে মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিগত দশ বছরে রাস্তায় দশ মিনিটের জন্যও রাস্তায় দাঁড়াতে পারেনি। জনগণের আস্থা হারিয়ে তারা এখন লন্ডন ও ব্যাংককে বসে গোপন ষড়যন্ত্র করছে।

এদেশের মানুষ এবং বহির্বিশ^ আওয়ামী লীগের পক্ষে রয়েছে উল্লেখ করে তিনি আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিজয় নিশ্চিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামূল হক শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ফেনী শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বি.কমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি একটি নালিশ পার্টি- সরকারের বিরুদ্ধে দেশে এবং বিভিন্ন দেশে শুধু নালিশ করে যাচ্ছে। সর্বশেষ জাতিসংঘে গিয়ে জাতিসংঘের সেক্রেটারী জেনারেলের নিকট নালিশ করতে গিয়ে ব্যর্থ হয়ে জাতিসংঘের আন্ডার সেক্রেটারীর নিকট সরকারের বিরুদ্ধে নালিশ করে এসেছে। যা অর্থহীন ও কোনরূপ গুরত্ব বহন করে না।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশের অন্যতম জনপ্রিয় দল এবং এ দলকে বাদ দিয়ে কোন ঐক্য হবে না। বিএনপি বিভিন্ন সময়ে আন্দোলনের হুমকি দিয়ে আসছে। অথচ গত দশ বছরে দশ মিনিটের জন্য একটি আন্দোলন করতে পারেনি।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে এখানে বক্তব্য রাখেন মাহবুবুল আলম হানিফ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে দেশে উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।

ফেনীতে জনসভা শেষে মন্ত্রী এবং তার সফরসঙ্গী কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামের উদ্দেশ্যে ফেনী ত্যাগ করেন। এর আগে সীতাকুন্ডে একটি জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন