যে কারণে সিঙ্গাপুর সফরে যাচ্ছেন এরশাদ!

  23-09-2018 02:58PM

পিএনএস ডেস্ক : নিয়মিত মেডিকেল চেকআপের জন্য পাঁচ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

RELATED NEWS
তিনদিনের রংপুর সফর শেষে ঢাকায় ফিরেছেন এরশাদ
‘দেশের মানুষের কাছে এরশাদ আজও জনপ্রিয়’
আগামী মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় তার দেশে ফেরার কথা রয়েছে।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এরশাদের সফরসঙ্গী হিসেবে থাকছেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু এমপি এবং মেজর (অব.) খালেদ আখতার।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন