বিএনপি’র রাজনীতি নিষিদ্ধের দাবি যুবলীগ চেয়ারম্যানের

  10-10-2018 09:43PM

পিএনএস ডেস্ক : বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। তিনি বলেছেন, ‘২১ আগস্ট বর্বরোচিত ঘটনায় প্রমাণিত হয়েছে এই ঘটনা ছিল বিএনপির দলীয় সিদ্ধান্ত। তারেক রহমান ছিলেন ঘটনার মাস্টারমাইন্ড। রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে যে দল সন্ত্রাসী কর্মকাণ্ড করে গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার তাদের নেই। তাদের নিষিদ্ধ করতে হবে। কারণ বিএনপি জঙ্গিদের মদদ দেয়, সন্ত্রাস সৃষ্টি করে। বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। তাই বিএনপির রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে।’

আজ বুধবার রাজধানীর গুলিস্তানে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে সন্তোষ প্রকাশ আনন্দ মিছিল পূর্ব সমাবেশে ওমর ফারুক চৌধুরী এসব কথা বলেন।

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘নির্বাচন কমিশনকে বলব, ধানের শীষ প্রতীক বাতিল করতে হবে। আমরা নির্বাচন কমিশনকে বলব-ধানের শীষ নিষিদ্ধ করুন। জাতিসংঘ ও ইউরোপীয়ন ইউনিয়নের কাছে আবেদন বিএনপির সঙ্গে বৈঠক করবেন না। দেশের সব সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের কাছে দাবি আপনারা বিএনপির সংবাদ বর্জন করুন। সন্ত্রাসী সংগঠনকে পরিহার করুন।’

রায়ের প্রতিক্রিয়ায় যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘আজকে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় হয়েছে, এতে তারেক রহমানের যাবজ্জীবন হয়েছে। তারেক রহমান মুলহোতা-মাস্টারমাইন্ড। তাকে ফাঁসি দিলে খুশি হতাম। আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল।’

সভাপতির ভাষণে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, ‘আমরা যুবলীগের লাখ লাখ নেতাকর্মী প্রত্যাশা করেছিলাম গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানের ফাঁসি হবে। কিন্তু তার যাবজ্জীবন হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, আপিল করে মাস্টারমাইন্ড তারেক রহমানকে ফাঁসিতে ঝুলাতে হবে। যাতে করে কেউ এমন ঘৃণিত কাজ করতে সাহস না দেখায়।’
সম্রাট আরও বলেন, ‘তারপরও সরকারকে ধন্যবাদ জানাই, দীর্ঘ সময় পর হলেও ঘৃণিত এই মামলার রায় ঘোষণার মধ্যে দিয়ে প্রমাণ করেছে সরকার আইনের শাসনে বিশ্বাসী।’ তারেকের ফাঁসির দাবিতে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ যেকোনো কর্মসূচি পালন করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন— যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান চৌধুরী প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন