ফের সিঙ্গাপুর গেলেন এরশাদ

  11-10-2018 05:22PM

পিএনএস ডেস্ক :সিঙ্গাপুর থেকে মাত্র ১৫ দিন আগে স্বাস্থ্য পরীক্ষা করে এসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। ১৫ দিন যেতে না যেতেই আবারও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন তিনি।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে তিনদিনের সফরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন এরশাদ।তার প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর মেডিকেল চেকআপ করাতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। ওই চেকআপ শেষে গত ২৯ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।

এরশাদের সিঙ্গাপুর সফর সম্পর্কে সুনীল শুভ রায় জানান, ‘মেডিকেল চেকআপের জন্য তিনদিনের সফরে আজ সিঙ্গাপুর গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং মেজর (অব.) মো. খালেদ আখতার।’

তিনি আরও জানান, এরশাদ আগামী ১৩ অক্টোবর দেশে ফিরবেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন