উচ্চ আদালত প্রাঙ্গণ থেকে ছাত্রদল নেতাকে তুলে নেয়ার অভিযোগ

  11-10-2018 06:39PM

পিএনএস ডেস্ক : ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে কয়েকজন তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উচ্চ আদালত থেকে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় একটি মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হাসান সোহান। তিনি বলেন, ‘হাইকোর্ট থেকে হাজিরা দিয়ে বাসায় ফেরার জন্য বের হন নয়ন। এ সময় নয়নকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ।’অবিলম্বে এই ছাত্রদল নেতার সন্ধান ও মুক্তি দাবি করেন তিনি।

অন্যদিকে ছাত্রদল নেতা নয়নকে আটকের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন ডিএমপির রমনা জোনের উপ-কমিশনার মারুফ হোসেন সর্দার।

প্রসঙ্গত, ছাত্রদল নেতা নয়নের বিরুদ্ধে প্রায় দেড়শতাধিক রাজনৈতিক মামলা রয়েছে। বিগত দু’দফা আন্দোলনে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়ে কারাবরণও করেন তিনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন